পঞ্চগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

'মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা' স্লোগানে পঞ্চগড়ের বোদায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিসের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম পঞ্চগড়ের আয়োজনে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে উপস্থিত সুধীজনরা নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে নারী ও শিশু নির্যাতন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একই সাথে পারিবারিকভাবে মানসিক ও শারীরিক নির্যাতন বেড়ে চলেছে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের লাশ ফিরছে দেশে, এছাড়াও তাদের নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার ব্যাপারে সরকার পদক্ষেপ নিলেও তা পর্যাপ্ত নয়। সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী । দেশের রেমিট্যান্সে অবদান রাখা এসব নারী শ্রমিকদের সুরক্ষায় আমাদের কুটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেইসাথে যেকোন ধরনের সামাজিক নির্যাতন প্রতিরোধে সরকারের স্থানীয় প্রশাসনের স্মরণাপন্ন হওয়ার আহবান জানানো হয়। সমাজের সচেতন তরুণদের সোচ্চার হয়ে রাষ্ট্রের মানাবাধিকার নিশ্চিতে অবদান রাখতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম পঞ্চগড়ের সভাপতি মনোরঞ্জন সরকার। সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, গণসাক্ষরতা অভিযান এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রাজশ্রী গায়েন, প্রকল্প সমন্বয়কারী উত্তম চন্দ্র সাধু, ডকুমেন্টশন এন্ড ট্রেনিং অফিসার কাজী আশিক ইলাহী, কার্যক্রম কর্মকর্তা মহসিনা চৌধুরী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ও হিমালয়কন্যা থিয়েটারের প্রতিষ্ঠাতা সিজুল ইসলাম এবং ঝলই সালশিরি ইউনিয়ন পরিষদ এর সদস্য রশিদা বেগম।