১লা জানুয়ারি থেকে বেতন বাড়াতে হবেঃ বগুড়ার হোটেল শ্রমিক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৩ বার।

১লা জানুয়ারি থেকে ৩০ % হারে বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা চালুসহ ১১ দফা দাবি জানিয়েছে বগুড়ার হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বুধবার বেলা ১১ টার দিকে শহরের সাতমাথায় অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা দাবিগুলো জানায়। এসময় দাবিগুলো বাস্তবায়নের জন্য হোটেল মালিকদের আহবান জানানো হয়। 

দাবিগুলো হলো- বর্তমান বাজারের সাথে সংগতি রেখে ৩০ % হারে বেতন বৃদ্ধি, নিয়োগপত্র মালিক কর্তৃক ছবিসহ পরিচয়পত্র, প্রকৃত হাজিরা খাতা, যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সকল সেক্টরে ৮ ঘণ্টা ডিজিট চালু, অতিরিক্ত ডিউটির জন্য দ্বিগুন ভাতা প্রদান, মহিলা শ্রমিকদের প্রসূতি কালীন স্ব বেতন ও চার মাস ছুটি, সকল শ্রমিকদের নামে প্রফিডেন্ট ফান্ড গঠন এবং হোটেল সেক্টরে প্রচলিত শ্রম আইন বাস্তবায়ন।

বুধবার ওই কর্মসূচিতে বক্তারা বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ শ্রমিক ও কর্মচারিগণ পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। তাই বগুড়ার হোটেল সকল রেস্তোরাঁ, ফাস্টফুড, দই ও মিষ্টি প্রতিষ্ঠানের মালিককে দাবিগুলো পুরণের জন্য আহবান জানানো হলো।

এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম খান ও সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদকজাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক, মোনোয়ার হোসেন বাবু, জাসদ নেতা রবীন্দ্রনাথ দাস, হাছান মঞ্ছুর দোদুল, ওবায়দুল হক, বেকারী সঝ্রমিক ইউনিয়নের সভাপতি ফেরদৌস, শ্রমিক নেতা আশরাফুল হক, হাসান তালুকদার, লতিফ বাচ্চু, হযরত আলী, আল মামুন, শিপু মণ্ডল, মফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।