বগুড়ায় সঃ আঃ হক কলেজে সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র দিলো 'উত্তমাশা'

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫১ বার।

বগুড়ায় ৩৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী দিয়েছে 'উত্তমাশা' নামে পথশিশুদের নিয়ে গড়ে উঠা একটি স্কুল। বুধবার বিকালে সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে স্কুলের পক্ষ থেকে এসময় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, জুতামুজা, সাবান, টুথপেষ্ট, ব্রাশ, পেট্রলিয়াম জেলি সহ শীত সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজর শিক্ষক শিক্ষিকাসহ উত্তমাশার সদস্যরা।

'উত্তমাশা' সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন শারমিন আক্তার, নুসরাত জাহান, আশরাফুল ইসলাম, ঊষা দাস, মোনায়েম, সুমন, ইমরান, জিনিয়া, জান্নাতি, সুরাইয়া, উচ্ছাসসহ অন্যান্যরা।

২০১৬ থেকে পথ চলা শুরু উত্তমাশা নামে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে গরে উঠা এই প্রতিষ্ঠানটি। সমাজে যাতে সুবিধা বঞ্চিত নামক কোন শব্দ না থাকে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে উত্তমাশা।