বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন যারা !

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩৬ বার।

বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০১৯ সালের পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে এ বছর ৪ টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়েছে। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মনিরুজ্জামান মিন্টু, গল্পে কবীর রানা, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘সপ্তক’ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান এবং সাংবাদিকতায় জি এম সজল।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে আসছে।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানিয়েছেন, সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২০-২২ ডিসেম্বর তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১১তম বারের মতো কবি সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।