নওগাঁয় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কৃষকের মাননববন্ধন

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে কৃষকরা। বুধবার দুপুরে ‘বাংলাদেশ কৃষক সমিতির’ উদ্যোগে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির আহবায়ক মনসুর আহমেদ।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা ছাড়াও জেলা কমিউনিস্ট পাটির সভাপতি এ্যাড. মহসিন রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ও জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলার প্রতিটি হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কমে দামে ধান ক্রয়-বিক্রয় হচ্ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আর এমন পরিস্থিতিতে লাভবান হচ্ছেন একটি বিশেষ ব্যবসায়ী শ্রেণী।

এ সময় সককার নির্ধারিত দাম ১ হাজার ৪০ টাকায় ধান কেনা, সকল কৃষকের কৃষি কার্ড নিশ্চিত করা ও হাটগুলোতে সরকারি তদারকি বাড়ানোসহ ৪ দফা দাবি তুলে ধরেন বক্তারা।