মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ ১৩৫ জনের নামে মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭ বার।

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়েছে। খবর দেশ রুপান্তর অনলাইন 

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, বুধবার রাতে মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকেও আসামি করা হয়েছে। বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ঘিরে বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

এর মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে সুপ্রিম কোর্ট এলাকার বাইরে তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

জাতীয় ঈদগাহ, হাইকোর্ট মাজার গেট ও বার কাউন্সিল ভবনের সামনে মূল সড়কের পাশেই এসব ঘটনা ঘটেছে।