বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিসব পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  

এসময় র‍্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলার বিভন্ন উন্নয়ন মূলক কাজের ভিডিও প্রর্দশন করা হয়।