মুজিব বর্ষ উপলক্ষ্যে

বগুড়ার শাজাহানপুরে মুজিব কোট পেলেন ৬৫ মুক্তিযোদ্ধা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৪ বার।

মুজিব বর্ষ উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ‘মুজিব কোট’ পেলেন ৬৫ জন মুক্তিযোদ্ধা। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের বীর সেনানী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে ‘মুজিব কোট’ তুলে দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সকল মুক্তিযোদ্ধাকে মুজিব কোট প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং স্কিল নিশ্চিতকরণ, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহ্মুদা পারভীনের সভাপতিত্বে মুজিব কোট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, গৌরগোপাল গোস্বামী, এবংমুক্তিযোদ্ধা হযরহ আলী।