কেরানীগঞ্জে কারখানার আগুনে পুড়ে মরলেন দুই ভাই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে মারা গেছেন দুই ভাই। এ ঘটনায় দগ্ধ হয়ে নয়জন মারা যান। 
বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩৪ জন দগ্ধ হন। খবর দেশ রুপান্তর অলাইন 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ আটজনের মৃত্যু ঘটে।

তাদের একজন আলম আলম (৩৫)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যান তিনি। এরপর দুপুর দেড়টার দিকে মারা যান তার বড় ভাই আব্দুর রাজ্জাক (৪৫)। 

নিহত আলমের স্ত্রী রুমা বেগম বলেন, কারখানার কাছেই তাদের বাসা। শরীরে আগুন লাগার পর দৌড়ে বাসায় আসেন আলম। পানি পানি বলে চিৎকার করছিলেন। তিনি ও স্বজনেরা পানি দিয়ে গায়ের আগুন নেভান। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আলম (৩৫) ভোরের দিকে মারা যান। তার বড় ভাই আব্দুর রাজ্জাক (৪৫) মারা যান দুপুরে।

রুমা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া হিজলতলার একটি বাসায় তারা যৌথভাবে থাকতেন। তাদের বাবার নাম মৃত আবদুর রশিদ। চার ভাই চার বোন তারা। চার ভাই একসঙ্গে থাকতেন। আলমের কোনো সন্তান নেই। রাজ্জাকের এক মেয়ে।

চিকিৎসকরা বলছেন, দগ্ধ লোকজনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।