জামায়াত আমির চাচ্ছেন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হোক: আইনমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ ১১:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান চাচ্ছেন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু জামায়াত-বিএনপির দুঃশাসনের কথা জনগণের মনে আছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চায় না।’ খবর যুগান্তর অনলাইন

‘দেশে অনাকাঙ্ক্ষিত মারাত্মক অবস্থা সৃষ্টি হওয়ার মতো আশঙ্কা রয়েছে’ জামায়াত আমিরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন আনিসুল হক।

এসময় তিনি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ নিয়ে দলটির নেতাকর্মীরা মনগড়া কথা বলছে বলেও মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নিজেদের নেতৃত্ব বজায় রাখতেই বিএনপি এখন আজেবাজে কথা বলছে।’

তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতিরা মেডিকেল রিপোর্ট (সব কাগজপত্র) যথেষ্ট বিবেচনা নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন।

জানা গেছে, ১২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন সচিব মো. গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. নাজমুল হাসান, ওসি রসুল আহম্মদ নিজামী প্রমুখ।

প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে জামায়াতের আমির বলেন, ‘দেশের বিরাজমান সংকট আরও ঘনীভূত হয়ে দেশে অনাকাঙ্ক্ষিত মারাত্মক অবস্থা সৃষ্টি হওয়ার মতো আশঙ্কা রয়েছে। সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে।’