বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

দোস্ত আউয়াল
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৬:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬৫ বার।

বগুড়ায় জিলা স্কুলে বিজয় দিবসের মহড়া চলাকালে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। ছুরিকাহতের পর ওই যুবক শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পুলিশের পিকেট টিমের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পরে যায়।  

আহত যুবক পুণ্ড্রকথার প্রতিবেদককে জানায় তার নাম হাসিবুল হাসান ও তার বাড়ি শহরের কলোনি এলাকায়।

জানা যায়, জিলা স্কুলের ভিতরে তাকে কতিপয় ছেলেপেলে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর সে দৌড়ে বাহিরে এসে পুলিশ দেখে থেমে যায়৷ পরে আহত ওই যুবক জ্ঞান হারিয়ে ফেলে। তখন পথচারি এক নারী তার গায়ের চাদর এগিয়ে দিলে উপস্থিত পুলিশ সদস্যরা তার আঘাত পাওয়া বাম পায়ে তা বেঁধে দেয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এস আই নূরে আলম ও এ এস আই আশরাফুল আহত ওই যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসতাপালে নিয়ে যায়।      

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান 'পুণ্ড্রকথাকে'  বলেন, 'আহত যুবককে শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'