শহীদ বুদ্ধিজীবী দিবসে বিইউজে'র আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ১১:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৬ বার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সংগঠনের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসের সূচনালগ্ন শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ।

দুপুরে আলোচনা সভায় বিইউজে'র নেতৃবৃন্দ বলেছেন, 'বাঙালি জাতিকে মেধাশুণ্য করতে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করাছিলো। বিজয়ের আগমুহুর্তে অগণিত বুদ্ধিজীবীকে হারিয়েছে বাংলাদেশ। তারপরও এই দেশ ঘুরে দাঁড়িয়েছে। বিষয়টি পাক দোসররা মেনে নিতে পারেনি বলেই তাদের সেই হত্যাকা-ের ধারাবাহিকতা এখনও চালু রেখেছে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানী ভাবধারার চক্রটি সক্রিয় রয়েছে। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ মানবতা বিরোধী অপরাধে দ-িতদের এদেশে প্রতিষ্ঠিত করতে চক্রান্ত করছে। সেই ধারাবাহিকতায় এখন দ-িত আসামী কসাই কাদের মোল্লাকেও তারা ‘শহীদ’ আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

এসময় ওই আলোচনা ভয়ায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্য আরিফ রেহমান, বিইউজে’র সাবেক সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মানিক, সিনিয়র সাংবাদিক মুরশিদ আলম, কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, আব্দুস সালাম বাবু, এম সারওয়ার খান, সাজ্জাদ হোসেন পল্লব এবং খায়রুল আহসান।