নওগাঁয় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুটবল ও কাবাডি

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

মহান বিজয় দিবস ও মাদকের বিরুদ্ধে জনসচেনতা বৃদ্ধির লক্ষে নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রামে ফুটবল ও বদলগাছী উপজেলার নতুনহাট বালুরচর মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ ও দেবীপুর যুব উন্নয়ন ক্লাব একতার উদ্যোগে শুক্রবার বিকালে দেবীপুর গ্রামের মাঠে ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী খেলায় বরুনকান্দী সোনালী দিন যুব সংঘ ফতেপুর রয়েল ক্লাবকে ৩/১গোলে পরাজিত করে। 

এসময় উপস্থিত ছিলেন নওগাঁর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, সদর মডেল থানার ওসি অপারেশন তাজমিলুর রহমান,ইউপি চেয়ারম্যান রেজাউল করিম এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।

এদিকে একইদিন বিকেলে বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। খেলায় বালুভরা ইউনিয়ন দল ৩০-২৬ পয়েন্টে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হয়।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান,ইউপি চেয়ারম্যান সালাম মন্ডল,আয়েন উদ্দিন, মিজানুর রহমান কিশোর এবং ফিরোজ হোসেন।