বগুড়ার শেরপুর আলীয়া কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৪ বার।

উত্তবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসায় স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফলক ও ফিতা কেটে এই ‘বঙ্গবন্ধু কর্ণারের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান। পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন তিনি।

এসময় এমপি হাবিবর রহমান বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। অনেক ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসহায় মানুষের মুখে হাসি ফুটানো আর ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়া। বর্তমান সরকার সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে। '

মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে হাবিবর রহমান এমপি আরও বলেন, বঙ্গবন্ধু কর্ণার থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ এখানে আগত ব্যক্তিরা জাতির জনক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, প্রভাষক মোহাম্মদ আলী এবং পিএস কোরবান আলী মিলন।