বগুড়ায় অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প'র আওতায় বগুড়ায় লাইট হাউসের কনফারেন্স রুমে অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ‘ব্রিটিশ হাই কমিশনের সহায়তা এবং লাইট হাউস ও বেটার ফিউচার ফর উইম্যানের পরিচালনায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন অর রশীদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবা বেগম।

শুরুতেই প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদা ইয়াসমিন। এসময় প্রশিক্ষণে প্রজেক্ট অ্যসোসিয়েট রকিবুল হক খান মানবপাচার, নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষাপট, অভিবাসন সম্পর্কিত তথ্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও অভিবাসন প্রত্যাসী নারীদের ভাইবার, ইমো, হোয়াটস অ্যাপ ব্যবহার হাতে-কলমে শিক্ষাদেন মনোয়ার হোসেন ও আনোয়ার পারভেজ। কর্মশালায় সৌদি আরব ফেরত অভিবাসী নারী কর্মী সাঈদা বেগম, মেরিনা বেগম এবং রুলি বেগম তাদের অভিজ্ঞতা বর্ননা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি এর উপাধক্ষ জহুরুল ইসলাম, এটিএন বাংলা টিভি এর উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা, বাংলাভিষন টিভির বগুড়া প্রতিনিধি আব্দর রহিম বগরা, টিটিসি সিনিয়র ইনিস্ট্রাক্টর দেলেমা আক্তার জাহান। বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৬০ জন অভিবাসন প্রত্যাসী নারী ওই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।