ডাবল সেঞ্চুরির পর দল থেকেই বাদ পড়লেন জো রুট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ হ্যামিল্টন টেস্টে দাপুটে ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। ৪৪১ বল খেলে ২২টি চার ও এক ছক্কায় ২২৬ রান করেন রুট। 

ক্রিকেটের আভিজাত্যের ফর্মেটে দুর্দান্ত ব্যাটিং করা ইংলিশ এ অধিনায়ক সেঞ্চুরি করার পরও দল থেকে বাদ পড়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি রুটের। ওয়ানডে স্কোয়াডে থাকলেও ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের ম্যাচে জায়গা হয়নি রুটের।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে দলে জায়গা হয়নি বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত বোলিং করা লিয়াম প্লাঙ্কেটের। টেস্ট থেকে স্বেচ্ছায় বিশ্রাম নেয়া মঈন আলী আছেন সীমিত ওভারের দুই ফরম্যাটের দলেই।

গত জুলাইয়ে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই প্রথমবার ৫০ ওভারের ম্যাচে নামতে যাচ্ছে ইংলিশরা।

ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টম, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড।