সাইপ্রাস জলসীমা থেকে ইসরায়েলি জাহাজকে তাড়াল তুর্কি নৌ-বাহিনী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ ১২:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

সাইপ্রাস জলসীমানা থেকে ইসরায়েলি জাহাজকে তাড়িয়ে দিয়েছে তুরস্কের নৌ বাহিনী। ভূমধ্যসাগরের ওই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান নিয়ে উত্তেজনা পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল।

আলজাজিরা জানায়, ইসরায়েলি ওশনাগ্রাফিক অ্যান্ড লিমোনোলজিকাল রিসার্চ ইনস্টিটিউশনের ব্যাট গালিম নামক জাহাজটি সাইপ্রাস জলসীমায় খনিজ সম্পদ অনুসন্ধানে কাজ করছিল। তুরস্কের নৌবাহিনী সেটিকে বাধা দেয়।

শনিবার ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে তাদের জলসীমায় অনুসন্ধানের কাজ করছিল ব্যাট গালিম জাহাজটি। এ সময় তুরস্কের নৌবাহিনী তাদের কাজের ব্যাখ্যা চায় এবং ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বলে। তুরস্কের এমন কর্মকাণ্ডের এখতিয়ার না থাকলেও বাধ্য হয়ে অঞ্চলটি থেকে তারা সরে এসেছে।

ডিসেম্বরের শুরুতে লিবিয়া উপকূলে তুরস্ক বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) ঘোষণার পর এমন ঘটনা ঘটল।

ভূমধ্যসাগরে উপকূলে একটি বিশেষ অঞ্চল গড়ে তোলার দিকে এগোচ্ছে তুরস্ক ও লিবিয়া। ২৭ নভেম্বর দুই দেশের মধ্যে একটি গোপন চুক্তিও স্বাক্ষরিত হয়।

ইইজেড চুক্তিটি ভূমধ্যসাগরের ওই অঞ্চল থেকে খনিজ সম্পদ আহরণের জন্য তুরস্ক এবং লিবিয়াকে বিশেষ অধিকার দেবে। ইতিমধ্যে অঞ্চলটিতে তেল ও গ্যাসের অনুসন্ধান করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে তুরস্ক।

ওই অঞ্চলে গ্রিস এবং সাইপ্রাস নিজেদের অধিকার দাবি করলেও তা অস্বীকার করে এই চুক্তি করে তুরস্ক ও লিবিয়া।