জরুরী প্রয়োজনে যেকোন সময় ৯৯৯ থাকবে সকলের পাশে- বগুড়া পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে বগুড়া জেলা পুলিশ পরিবার সর্বদা বদ্ধপরিকর। তবে জরুরী প্রয়োজনে যেকোন সময় বাংলাদেশ পুলিশের টোল ফ্রি হটলাইন ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য তিনি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রবিবার সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেটের মিলনায়তনে নিউরন কোচিং সেন্টারের নার্সিং, আইএইচটি ও ম্যাট্স এর ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। উপস্থিত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসের সাথে সোনার বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে হবে। এছাড়াও সভায় তিনি সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক দিকগুলো চিহ্নিত করে সকলকে সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। নিউরন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের বগুড়া শাখার পরিচালক মোশারফ হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, আইএইচটি বগুড়ার লেকচারার আকলাকুর রহমান, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়ার সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং দেশ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এর পরিচালক আপেল মাহমুদ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।