বগুড়ায় জোটের বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে ১৫ ডিসেম্বর রোববার বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের পৌর খোকন পার্কে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গান দিয়ে বিজয় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে নন্দন শিল্পী গোষ্ঠির শিল্পীবৃন্দ। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া আয়োজিত এই দিনে শিকড় সঞ্চারী সাংস্কৃতিক একাডেমী, কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদ, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি, ফাল্গুনী থিয়েটার, করতোয়া নাট্য গোষ্ঠী, নান্দনিক নাট্যদল, বগুড়া পদাতিক এর নাট্য ও সঙ্গিত শিল্পিরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মহান বিজয় দিবস পালনের মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনের কর্মসূচি সমাপ্ত হবে।

সোমবার মহান বিজয় দিবসে সকাল ৮টায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা এবং সকাল ১০টায় বিজয়ের সঙ্গিতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে তিন দিনের বিজয় উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মতিয়ার রহমান, সহ সভাপতি গৌতম কুমার দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক ফজরে রাব্বী, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল মোবিন জিন্নাহ, আব্দুল আউয়াল, সংস্কৃতজন এবিএম জিয়াউল হক বাবলা, মির্জা আহসানুল হক দুলাল, এ্যাড: মনতেজার রহমান মন্টু, দৌলতুজ্জামান দৌলত, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল্লাহেল কাফি তারা, আব্দুল হান্নান, শ্যামল বিশ্বাস, ডা: মিল্লাত হোসেন, কবি সিকতা কাজল, লিপি প্রধান, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, মাহবুবর রহমান মানিক, ফরহাদুজ্জামান রনি, মোতাহার হোসেন, ওয়ারেছ ভুট্ট, সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।