বগুড়ার মাটিডালী উচ্চ বিদ্যালয়ের বিজয় উৎসব উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১০:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া মটিডালী উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আনুষ্ঠান আয়োজনের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহবুব হামিদ তারা। আলোচনা সভায় বিজয় কথনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতাষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষিকা মাগফুরা বেগম, সহকারী শিক্ষক খাইরুল আলম, সহকারী শিক্ষক বিজন কুমার রায়, ফারুক হোসেন প্রমুখ। সমস্ত আনুষ্ঠানটি  সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমজাদ শোভন ও দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান হাবিবা।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও দেশাত্মবোধক গান  পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংগীত পরিবেশনে হারমোনিয়ামে ছিলেন অত্রপ্রতিষ্ঠানের সংগীত  শিক্ষক প্রণব স্যান্নাল, তবলায়  আতাউর, জিপশিতে শিক্ষার্থী শুভ। এর পরেই চিত্রাংকন ও  রচনা লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সভাপতি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান আর্জন করেন সপ্তম  শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার, দ্বিতীয় স্থান সপ্তম রিফা ফারিহা তামান্না, যৌথ ভাবে  রাহুল প্রমানিক ও  সোহানুর  তৃতীয়। এছাড়াও " জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ" শিরনামে প্রথম স্থান অর্জন করেন আরাফাত হোসেন,  দ্বিতীয় আসিফ সরকার, তৃতীয় নিশাত চন্দ্র।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুস সালেক, সুজাতা ভট্টাচার্য,আব্দুল হামিদ, আফসা খাতুন,  মাহবুনুর রাশেদ মাবুন, তাজনুর আলী, জিল্লুর রহমান, হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, শফিকুল ইসলাম, আজিজুল হক, রুবেল হোসেন, তারিকুল, রাশেদ, সহকারী শিক্ষিকা মমতাজ নিগার, রাবেয়া, নুসরাত জাহান, নাজনিন সুবর্ণা ও শিক্ষার্থীরা।