নানা আয়োজনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

নানা আয়োজনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৭ টায় কলেজ প্রাঙ্গন থেকে বিজয় র‌্যালীর আয়োজন করা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালীটি শহরের সাতমাথা প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে সেখানে কলেজের ২৩ টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও তীরের সদস্যরা ধারাবাহিকভাবে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
শ্রদ্ধা জানানো শেষে সকাল ৯ টায় কলেজের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। প্রধান অতিথি বলেন, ‘যে বিজয় আমাদের স্বাধীনভাবে চলার সাহস দিয়েছে সেই বিজয়ের মান রক্ষা আমাদের নৈতিক কর্তব্য। আর এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে আমাদের ছাত্রসমাজ।’ 


আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ একে এম ছালামতউল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এটি এম মাহবুবুল হান্নান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, মার্কেটিং বিভাগের প্রভাষক ইব্রাহীম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু। 
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।