রাজাকারের তালিকায় বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধার নামের হিড়িক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪১ বার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধাদের নামের হিড়িক দেখা গেছে। এতে স্বাদীনতা বিরোধীরা খুশি হলেও আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জরুরি ভাবে ওই তালিকা থেকে আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়ার দাবী জানিয়েছেন।
প্রকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে বিজয় দিবস উপলক্ষে গত রোববার তাদের ওয়েব সাইডে ১০ হাজার ৭৮৯ জন রাজাকার, আলবদর, আল-সামস ও স্বাধীনতা বিরোধীদের একটি নামের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় প্রথম পর্বে আদমদীঘি উপজেলার ৩০জনের নামের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় ১৩২-১০৪৩-২সি-১৩৮/৭৩-এ ১ নম্বরে রাজাকার ও স্বাধীনতা বিরোধী হিসাবে খোকা ও তার তিন ভাই লেখা রয়েছে। একই তালিকায় ১৮ নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি কছিম উদ্ধীন আহম্মেদ, ১৯ নম্বররে আওয়ামীলীগের সাবেক এম,এন,এ মজিবর রহমান (আক্কেলপুর), ৪ নম্বরে মুক্তিযুদ্ধকালিন কমান্ডার মনছুর আলী, ৯নম্বরে আওয়ামীলীগের সাবেক সভাপতি তাহের উদ্দীন সরদার, ১৬ নম্বরে সাবেক রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা জাহান আলী, ৩ নম্বরে সাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, ৭ নম্বরে আওয়ামীলীগ নেতা ফয়েজ উদ্দীন আহম্মেদসহ অনেক স্বাধীনতা পক্ষের ব্যক্তির নামও রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধী হিসাবে প্রকাশিত হয়। যা আদমদীবাসিদের হতবাক করেছে। গতকাল সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সহ সভাপতি আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদসহ নেতৃবর্গ রাজাকারের নামের তালিকায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম থাকায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার জন্য দাবী জানান।