বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে

বগুড়ার তালোড়ায় আর এ সি'র দিনব্যাপী কর্মসূচি ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০৯ বার।

মহান বিজয় দিবস এবং আর এ সি’র (রিহ্যাবিলিটেশন ফর এ্যাবিউজড চাইল্ড) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার তালোড়ায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতাসহ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এসব প্রতিযোগিতার আয়োজন করে ওই সংগঠনটি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  শেষে বিজয়ীদের পুরস্কার ও গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

যাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন- তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এটি আমিনুল হক, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, দৈনিক সমকালের বগুড়ার ব্যুরো প্রধান মোহন আখন্দ, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখার সভাপতি রাজেদুর রহমান রাজু, চিত্রশিল্পী আবু লায়েছ নিস্কন ও সাইফন নাহার লিনা, আবৃত্তিকার লায়ন আব্দুল মোবিন এবং নৃত্য শিল্পী মাহবুব হাসান সোহাগ।

সোমবার দিবসটি উপলক্ষ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এ সি’র সভাপতি সাজিয়া আফরিন সোমা, সাধারণ সম্পাদক কাজী জাফরুল্লাহ, দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক নাসিমা সুলতানা ছুটু, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সাধারণ সম্পাদক অরুপ রতন শীল, অর্থ ও দপ্তর সম্পাদক আকতারুজ্জামান সোহাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।