আয়োজনে জেলা পুলিশ

বগুড়ায় ১২৫ মুক্তিযোদ্ধা পুলিশ পেলেন সংবর্ধনা

অরুপ রতন শীল
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩৪ বার।

বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় ১২৫ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের একটি করে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া তাদের জেলা পুলিশের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা ১৯৭১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধকালে পুলিশ বাহিনীতে তারা কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তারা অবসর নেন। বর্তমানে তারা বগুড়ায় বসবাস করছেন।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। এছাড়াও জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান ও তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপারদের মধ্যে সাবিনা ইয়াসমিন, রাজিউর রহমান ও এক এইচ এম এরশাদ  এবং বিভিন্ন থানার ওসি উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ পর্বের আলোচনা সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও শহীদ পরিবারের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন  সহকারি পুলিশ সুপার(অবঃ) ইমতেজার রহমান, পুলিশ পরিদর্শক(অবঃ) মনসুর রহমান, আজিজুল ইসলাম ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বগুড়া ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খান,  এস আই(অবঃ) আবুল আজিজের স্ত্রী রাবেয়া বেগম এবং পুলিশ কনস্টেবল (অবঃ) আবুল ফজল। 
এসময় বক্তারা বলেন, সকল মুক্তিযোদ্ধাদের আলাদা গেজেট প্রয়োজন। এখনো মুক্তিযোদ্ধা পরিবারের যেসকল সন্তান বেকার রয়েছে তাদের কর্মসংস্থানে পুলিশ বিভাগের কাছে অনুরোধ করেন। সেই সাথে দেশের কল্যাণে সবাইকে এক সাথে কাজ করারও আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের সকল দাবিসমূহ নোট আকারে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করে শীঘ্রই তা বাস্তবায়নের চেষ্টা করবো।
 
সভায় সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার সর্বাত্মক সহযোগিতার  প্রতিশ্রুতি দেন। সেই সাথে বগুড়ায় অবসরপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের নিয়ে একটি সমাবেশের ঘোষণা দেন তিনি।