বগুড়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে ফজর আলী (৬৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার ক্রা হয়। নিহত ভ্যান চালক ওই গ্রামের ময়েজ উদ্দীন মন্ডলের ছেলে।

পরে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দিনগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির পাশে ফসলি জমির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ফজর আলী পেশায় একজন ভ্যান চালক। তার লাশ জমির মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে লাশটি দ্রুত উদ্ধার করে থানায় আনা হয়। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে এই ভ্যান চালকের রহস্যজনক মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই কেবল তাঁর মুত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।