ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় ২ ওষুধের দোকানকে ৫১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৫ বার।

আইন অমান্য করে মিসব্রান্ডের ওষুধ বিক্রি করার অপরাধে বগুড়ায় দুই ফার্মেসিকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে শহরের খান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।   

৩ ঘন্টার ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও নাসিম রেজা। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসব্রান্ডের ওষুধ বিক্রি করার অপরাধে আদালত অনন্য মেডিকেল স্টোরে 'র মালিক সামছুর রহমানকে ৫০ হাজার এবং উত্তরন ফার্মেসি'র মালিক আপেল মাহমুদকে ১ হাজার টাকা জরিমানা করেন।