বনানীতে চীনা নাগরিক হত্যায় গ্রেপ্তার ২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

রাজধানীর বনানীতে চীনের নাগরিক গাওজিয়ান হুই হত্যাকাণ্ডে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর সমকাল অনলাইন 

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বনানী এ-ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার ছয়তলায় ৬/বি ফ্ল্যাটে থাকতেন পাথর ব্যবসায়ী গাওজিয়ান। 

গত বুধবার বাসার পেছনের ফাঁকা স্থানে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই রাতে তার ঘনিষ্ঠজন ঝাং শু হং বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।

মামলা তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, গাওজিয়ানের ফ্ল্যাট থেকে নগদ অর্থ ও মালপত্র লুট করতে তাকে টার্গেট করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত কেউ কেউ তার পূর্বপরিচিত ছিল। 

তদন্ত-সংশ্নিষ্টরা জানান, চীনা ওই নাগরিক ধনাঢ্য ঠিকাদার ছিলেন। দীর্ঘদিন ধরে গাওজিয়ান পদ্মা সেতু প্রকল্পে পাথর সরবরাহ করে আসছিলেন। এছাড়া পায়রাবন্দর নির্মাণকাজে পাথর সরবরাহ করতেন তিনি।