পবিপ্রবিতে ৩ টাকায় দেয়া হয় শীতবস্ত্র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

‘এসো বিজয় উল্লাসে মানবতার কল্যাণে’– এ স্লোগান সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রদীপন’ শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে। ৩ টাকার বিনিময়ে সোমবার সকাল ৭টায় দুমকীর একে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে এই শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র দেয়া হয়।

বেলা ১১টায় দুমকী দেবীরচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০ জনকে, ১২টায় দুমকী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩০ জনকে এবং বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঘাসফুল বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীদের দেয়া হয় এই শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র। খবর যুগান্তর অনলাইন 

শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল- চারটি খাতা, দুটি পেন্সিল, একটি রাবার, পাঁচটি কলম, একটি স্কেল ও একটি পেনসিল।

এ ছাড়া শীতবস্ত্র হিসেবে দেয়া হয় একটি করে কম্বল। প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের দারিদ্র্য ও অসহায় শিক্ষার্থীর তালিকা থেকে এগুলো দেয়া হয়।

৩ টাকা নেয়ার কারণ জানতে চাইলে সংগঠনটির সদস্যরা জানান, কেউ যেন মনে করতে না পারে যে এগুলো তাদের অনুদান দেয়া হচ্ছে; বরং তারা যেন মনে করে এগুলো তারা ৩ টাকা দিয়ে কিনে নিচ্ছে। এই আয়োজনে আর্থিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা।

এ বিষয়ে প্রদীপনের সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশে অনগ্রসর ও দারিদ্র্য শিশুদের শিক্ষাসামগ্রী প্রদানের মাধ্যমে তাদের শিক্ষাগ্রহণে উজ্জীবিত করা এবং সেই সঙ্গে তাদের কিছু শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে সমাজের এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা এ সংগঠনটির।

সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সবাই যদি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তা হলে সমাজটা আর পিছিয়ে থাকবে না।