৫ কোটি টাকার অবৈধ সম্পদ

গণপূর্তের সিনিয়র সহকারী প্রধান মুমিতুরের বিরুদ্ধে দুদকের মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। বুধবার দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে নিজস্ব কার্যালয়ে মামলাটি দায়ের করেন। খবর যুগান্তর অনলাইন 

মামলায় বলা হয়, একজন সরকারি কর্মকর্তা হয়ে মুমিতুর রহমান যে পরিমাণ অবৈধ সম্পদ করেছেন তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজে কমিশন নিতেন। 

ওই টাকা তিনি হস্তান্তর ও রূপান্তরের মাধ্যেমে নিজের দখলে নেন। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৭(১) ধারা (অবৈধ সম্পদ), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা (ক্ষমতার অপব্যবহার) এবং ২০১২ সালের মানি-লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২), ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গণপূর্ত মন্ত্রণালয়ের দুই ডজন কর্মকর্তার নাম নানাভাবে বেরিয়ে আসে। যারা জিকে শামীমকে কাজ পাইয়ে দিয়ে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মুমিতুর রহমান তাদের একজন।

দুদক সূত্র জানায়, মুমিতুরের আরও অনেক সম্পদ আছে। তদন্তকালে তা বেরিয়ে আসবে। দেশের বাইরেও তিনি অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।