যমুনা ব্যাংকের ১১ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রামে ৫ জন কারাগারে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

চট্টগ্রামে ভুয়া কাগজ তৈরি করে সরকারি খাসজমি বন্ধক রেখে যমুনা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা আত্মসাতের মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর সমকাল অনলাইন 

কারাগারে পাঠানো পাঁচ জন হলেন- সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও যমুনা ব্যাংক ভাটিয়ারী শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাহাব উদ্দিন, যমুনা ব্যাংক ভাটিয়ারী শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুব্রত বড়ুয়া, সাবেক এভিপি সাব-ম্যানেজার ও বর্তমানে ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখার এভিপি মো. গোলাম সরোয়ারুল হক, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও বর্তমান এসবিএসি ব্যাংকের ভাটিয়ারী শাখার এফভিপি ও ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে আগ্রাবাদ শাখার এফভিপি অফিসার মোহাম্মদ রায়হান।

দুদক সূত্র জানায়, সরকারি খতিয়ানভুক্ত ৫৪ দশমিক ৬৯ শতক জমি ভুয়া রেকর্ডপত্র তৈরি করে যমুনা ব্যাংক লিমিটেডের কাছে বন্ধক রেখে ১১ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ১৭৮ টাকা অর্থ আত্মসাৎ করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১৫ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখার যমুনা

ব্যাংক লিমিটেডের ৫ কর্মকর্তাসহ মোট ১২ জনের বিরুদ্ধে দুদকের জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম

বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফকে। তিনি জানান, ৫ আসামি পরস্পর যোগসাজশে সরকারি খতিয়ানভুক্ত ৫৪ দশমিক ৬৯ শতক জমি ভুয়া রেকর্ডপত্র তৈরি করে বেসরকারি একটি ব্যাংকে বন্ধক রেখে ১১ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ১৭৮ টাকা অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তকালে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।