ফকিরাপুলে পথশিশুর গায়ে আগুন: জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

রাজধানীর ফকিরাপুল এলাকায় দশ বছরের এক পথশিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পথশিশুদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পদক্ষেপের নির্দেশনা চেয়ে করা এক রিটের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার মতিঝিল থানার ওসিকে এ নির্দেশ দেন। খবর সমকাল অনলাইন 

একই সঙ্গে পথ শিশুদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৪০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পথশিশুদের পুনর্বাসনে 'যথোপযুক্ত দীর্ঘমেয়াদী পদক্ষেপ' নিতে কেন নির্দেশ নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আইনজীবী মনিরুজ্জামান পরে সাংবাদিকদের বলেন, শিশুটির চিকিৎসা ও দেখভালের দায়িত্ব মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নিতে বলা হয়েছে।

সোমবার বিকালে সেলিম নামের ওই পথশিশুর গায়ে আগুন দেওয়া হয়। মাথা বাদে শিশুটির শরীরের নিচের অংশ আগুনে পুড়ে গেছে। শিশুটি শুধু নিজের নাম পুলিশকে বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির কোনো ঠিকানা, কিছুই জানাতে পারেনি।  শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।