বগুড়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে কবি সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৭:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৫ বার।

অন্তর ও বাহির। দুটি আলাদা জগৎ। যা নিয়ে শুরু হয় কবিদের পথচলা। মনের সমস্ত অনুভূতি, আবেগ ও ভালোবাসা দিয়ে লেখক বাহিরের জগতকে ফুঁটিয়ে তোলেন এক নতুন রুপে। সেই নতুন জগতের হাজারো ছন্দ, কবিতা, গল্প ও চিন্তা-চেতনা নিয়ে বগুড়ায় শুরু হতে যাচ্ছে কবি সম্মেলন।

বগুড়া লেখক চক্রের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার থেকে তিনদিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে কবিদের নিয়ে শুরু হবে এই মহাসম্মেলন। রোববার বেহুলার বাসর ঘর ও মহাস্থানগড়ে কবিতা ভ্রমণের মাধ্যমে সম্মেলন শেষ হবে। 

শুক্রবার ১ম পর্বে সকাল ১০ টায় কবি সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সমবায় অধিদপ্তরের মহাপরিচালক আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি- প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, কবি ও সম্পাদক মাহমুদ কামাল, বগুড়ার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক এবং বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ও সম্পাদক আমিনুর রহমান সুলতান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখবেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও শিশু সংগঠক এ্যাড পলাশ খন্দকার।

এরপর বেলা ১১ টায় শুরু হবে আনন্দ পদযাত্রা। পরে কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে কথা ও কবিতা অনুষ্ঠিত হবে।

পরে বেলা সাড়ে ৩ টায়  সম্মেলনের ২য় পর্বে ‘বাংলা ছোটগল্পের বাঁকদলঃ সাতচল্লিশ থেকে ষাট’ প্রতিপাদ্যে এক সেমিনার অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৪ টায় বগুড়া লেখকচক্র পুরস্কার প্রাপ্ত কবিদের কথা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি, কথা ও কবিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের সমাপ্ত ঘোষণা করা হবে।