র‌্যাবের অভিযান

বগুড়ায় বিপুল ফেন্সিডিল ও এ্যাম্পলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৯ বার।

বগুড়ায় বিপুল ফেন্সিডিল ও এ্যাম্পল ইনজেকশনসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের সিলিমপুর এলাকার বেলাইলের একটি বেসরকারি ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।   

গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাটের খনজনপুরের মৃত বাহার উদ্দিনের পুত্র সেলিম (২৮) ও একই জেলার চকশেমপুর এলাকার মৃত আবু তাহেরের পুত্র মমিন (২৯)।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী গ্রেফতারকৃতদের মাদক ব্যাবসায়ী দাবি করে জানান, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন  ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতি তাদের টিম বৃহস্পতিবার ভোরে সিলিমপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকের সামনে থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে ১০৩৮ বোতল ফেন্সিডিল, ২০০০ পিস এ্যাম্পল, ৪ টি মোবাইল সেট, ৮ টি সীম কার্ড ও নগদ ৩৬০০ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক ব্যাবসায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতার ওই দুই জনের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম জানান, অভিনব কায়দায় তারা মাদক ব্যবসা চালাতো। এজন্য তারা পিকাআপ ভ্যানে বাড়ির আসবাবপত্র পরিবর্তনের মতো করে মাদক চালানের কাজ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের সিলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।