৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

বগুড়ার শাজাহানপুরে ৪র্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার দুই শিক্ষার্থীর এক জনের মা শাজাহানপুর থানায় মামালাটি করেন।  

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাদলা ইউনিয়নের ওই প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম গত ৪ ডিসেম্বর দুপুরে ক্লাস বিরতির সময় প্রাইভেট পড়ানোর কথা বলে ও বিভিন্ন প্রলোভনে ২ ছাত্রীকে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্ন ভাবে তাদের যৌন হয়রানি করেন। পরে এক ছাত্রীর মা শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হবে বলে হুমকি দেন। 

এদিকে কতৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৬ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার তদন্ত চলাকালীন তিনি অনুপস্থিত ছিলেন।

ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অভিভাবকরা বলেন, 'জাহাঙ্গীর আলমের মত লম্পট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমন দুশ্চরিত্র শিক্ষকের কারণে আমরা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারিনা। শিক্ষকরা এমন হলে সন্তানরা কোথায় নিরাপদ ?'  

সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও ভূক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলেছি। ভিডিও ফুটেজ দেখেছি। বিদ্যালয়ের কর্মরত অন্যান্য শিক্ষকদের মতামত নিয়েছি। সার্বিক তথ্যাদি থেকে প্রতীয়মান হয় সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ অমূলক নয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন বলেন, 'শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'