আইপিএল নিলামে বিরাটের মূল্য মাত্র ১ কোটি ৯০ লাখ!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। প্লেয়ার বেচা-কেনার এ আসরে ১ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন বিরাট। তিনি আসলে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি নন, তিনি হলেন তরুণ ভারতীয় ক্রিকেটার বিরাট সিং। 

বিহারে জন্মনেয়া ২২ বছর বয়সী বিরাট সিং প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ, লিস্ট ‘এ’ ৪০ আর টি-টোয়েন্টির ৫০ ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে ৩ সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৩ হাজার ৮৬৪ রান। লেগ স্পিনার হিসেবে শিকার করেন মাত্র ২ উইকেট।

ভারতীয় এ তরুণ ক্রিকেটারকে আইপিএলের আসন্ন ১৩তম আসরের নিলামে ১.৯০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

দীর্ঘদিন ধরেই আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন বিরাট কোহলি। আইপিএলের গত আসরে সর্বোচ্চ ১৭ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বিশ্বসেরা এ ব্যাটসম্যান। নিঃসন্দেহে এবার তার চেয়েও বেশি টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক।

কলকাতায় চলমান নিলামে রেকর্ড সর্বোচ্চ ১৫.৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান তারকা পেসার পেট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।