বহিষ্কৃত পিইসি-ইইসি পরীক্ষার্থীদের পরীক্ষা ২৪-২৬ ডিসেম্বর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ ০৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় বহিষ্কার হওয়া ২ শতাধিক শিক্ষার্থীর অবশষ্টি পরীক্ষা নেবে সরকার।আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এ সদ্ধিান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ইইসি)। আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হবে। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ৩১ ডিসেম্বরই তাদের ফল প্রকাশ করা হবে।

সংস্থাটির (ডিপিই) মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির বৃহস্পতিবার রাত ১১টার দিকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে যে সকল বিষয়ে বহিস্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সদ্ধিান্ত বহাল থাকবে।

জানা গেছে, সদ্ধিান্ত অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

ইবতেদায়ীতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

এসব পরীক্ষা প্রতিদিন দু'টি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় দেয়া হবে। উল্লেখ্য, চলতি বছর সমাপনী-ইবতেদায়ী পরীক্ষার হলে অনৈতিক পন্থা অবলম্বন করায় বিভিন্ন বিষয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

পাশাপাশি পরবর্তী পরীক্ষা নেয়া বন্ধ রাখা হয়। এ বিষয়ে হাইকোর্টে রিট হলে আদালত থেকে এমন নির্দেশনা দেয়া হয়।