ভিত্তিমূল্যের ১৫ গুণ বেশি দামে বিক্রির আনন্দে নাচলেন হেটমায়ার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ ০৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

পরনে কালো টি-শার্ট ও হাফ প্যান্ট। দুই হাত মাথার ওপরে তোলা। বিছানায় দাঁড়িয়ে নাচছেন শিমরন হেটমায়ার। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এমনি এমনিতেই আর আনন্দে আটখানা হননি হেটমায়ার। বহুল প্রতীক্ষিত জমকালো আইপিএল নিলামে তাকে ৭.৭৫ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার ভিত্তিমূল্য (বেস প্রাইস) ছিল ৫০ লাখ রুপি। মানে ওয়েস্ট ইন্ডিজ তারকার দাম উঠেছে ১৫ গুণেরও বেশি! মাত্র ২২ বছর বয়সে এ পরিমাণ অর্থ চোখে দেখা বিস্ময়কর বটে!

কেনার পর পরই হেটমায়ারকে অভিনন্দন জানায় দিল্লি। সেই সঙ্গে তাকে বলা হয়, দল বরাবর একটা মেসেজ পাঠাতে। ১ মিনিট পর নাচের এ ভিডিও পাঠিয়ে দেন তিনি।

পরে সেটি সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করে দিল্লি ক্যাপিটালস। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১২০ রান করেন হেটমায়ার। স্ট্রাইক রেট ছিল ১৫১.৮৯। এর পর টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবীয়দের জয় উপহার দেন তিনি।

এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন হেটমায়ার। তবে এবার তাকে ধরে রাখেনি তারা। সেই সুযোগে ক্যারিবিয়ান হার্ডহিটারকে নিল দিল্লি ক্যাপিটালস।

হেটমায়ারের সাম্প্রতিক পারফরম্যান্সও জ্বালাময়ী। ভারত সফরের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)১২ ইনিংসে ১৪৮.১৪ গড়ে ৪৪০ রান করেন তিনি।