লেখক চক্রের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে

বগুড়ায় কবি সম্মেলনের উদ্বোধন

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

অন্যদিনের মতোই সকালটা শীতের চাদরে মোড়ানো। কবিদের সমাগমে ভরে উঠেছে জেলা পরিষদ মিলনায়তন। বগুড়া লেখক চক্রের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে কবি সম্মেলন। শুক্রবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী ওই কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।

এর আগে বেলা ১১ টায় বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  শিশু সংগঠক পলাশ খন্দকার। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে কবি আমিনুল ইসলাম বলেন, 'কবিতা মানুষের মনকে বিকশিত করে। সমাজের অসংগতি ফুঁটে উঠে কবিতায়। পৃথিবীর সকল অন্যায়ের বিরুদ্ধে কবিদের কলম প্রতিবাদি গান গায়। মানুষে-মানুষে কৃত্রিম ভেদাভেদের বিরুদ্ধে কবিদের কলম হাতিয়ার হয়ে উঠে।'

সম্মানিত অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, 'একটি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ মানুষের মধ্যে মনুষ্যত্বের গুণাবলি বিকাশে কবি-সাহিত্যিকদের ভূমিকা সমাজে অপরিসীম। যে দেশে কবি-সাহিত্যিকের সংখ্যা যত বেশি সেই দেশের উন্নয়নও তত বেশী হয়। বর্তমান সরকার সাহিত্যিকদের প্রতি অত্যন্ত আন্তরিক। সরকারের কর্মকান্ডের অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসন সবসময় কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক সকল সংগঠনের পাশে থাকবে।' 

তিনদিনব্যাপী কবি সম্মেলনের ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক, বিভাগীয় সমবায় কর্মকর্তা গোলাম সারওয়ার, কবি ও সম্পাদক মাহমুদ কামাল এবং কবি মাকিদ হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মুহম্মদ শহীদুল্লাহ। পরে আনন্দ পদযাত্রা বের করা হয়।