বগুড়ায় পালিত হলো দেশ রুপান্তরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

বগুড়ায় পালিত হলো পাঠক নন্দিত পত্রিকা দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। এলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সাবেক সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভপতি আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার(জেইউবি) সাধারণ সম্পাদক গণেশ দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নির্বাহী পরিষদের সদস্য নিভা রানী সরকার পূর্ণিমা, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম বদিউজ্জামান প্রমুখ। এছাড়া ভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনে সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মিরা এতে উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান দেশ রূপান্তরের বগুড়া প্রতিনিধি জে এম রউফ।
বক্তারা দেশ রূপান্তরের এক বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, শুরু তেকেই পত্রিকাটি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। একারণে স্বল্প সময়ের মধ্যে তা পাঠক প্রিয়তা পেয়েছে। আগামীতেও দেশের অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের পক্ষে দেশ রূপান্তর বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিরা এবং সবশেষে এক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।