বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

বগুড়ার  বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আদম হোসেন (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

শুক্রবার  রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আদম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, আদম হোসেন সবজি বোঝাই ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথেরমধ্যে  নয় মাইলে এসে  ট্রাক থামিয়ে তিনি ট্রাকের গ্লাস পরিষ্কার করছিলেন। এমন সময় কুয়াশার কারণে পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাকে ধাক্কা দেয়। এতে আদমের ট্রাকটি মহাসড়কের পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খুঁটি ভেঙে ছিঁড়ে আদমের উপর পড়ে। তৎক্ষণাৎ বিদ্যুতায়িত হয়ে আদম হোসেন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দুইটি ট্রাকটি আটক করা হয়েছে। তবে অপর ট্রাক চালক পলাতক রয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।