মঙ্গলবার বৃদ্ধি পাবে তাপমাত্রা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ ০৮:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

এবার পৌষের শুরু থেকেই সূর্যের দেখা মিলছে না। দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছুটা কেটে গেলেও সারাদেশে শীতের পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নাগাদ রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

শনিবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসেব দিয়ে আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, শুক্রবার (২০ ডিসেম্বর) সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আর সবচেয়ে কম তাপমাত্রা শুক্রবার দিনগত রাতে রেকর্ড করা হয়েছে ফরিদপুরে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।