আওয়ামী লীগের সহযোগী সংগঠন হল মৎস্যজীবী লীগ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৪ বার।

আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্রে মৎস্যজীবী লিগ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব কাউন্সিল অধিবেশন শুরু হয়।

এ অধিবেশনেই সাড়ে সাত হাজার কাউন্সিলর তাদের নতুন নেতা নির্বাচন করবেন। আজকের কাউন্সিল অধিবেশনে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান।   এছাড়া অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন।

সব সাংগঠনিক কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেওয়াজ অনুযায়ী কাউন্সিল অধিবেশনের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পাস করানোর পর নির্বাচন কমিশন নেতা নির্বাচনের দায়িত্ব নেবেন। দলের জ্যেষ্ঠ নেতারা সভানেত্রী ও সাধারণ  সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন।

পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হলে নতুন নেতৃত্ব পাবে আওয়ামী লীগ। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। এর মধ্য দিয়ে ওঠে আসবে আওয়ামী লীগের আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব।