পাড়ায় পাড়ায় নাটক করলো বগুড়া নান্দনিক নাট্যদল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ ১৩:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

পাড়ায় পাড়ায় নাটক করতে গিয়ে ব্যাপক উৎসাহ পেলো বগুড়া নান্দনিক নাট্যদলের নাট্যকর্মীরা। এরপর অনুষ্ঠিত হবে বগুড়া শহরের মালতীনগর এমএস ক্লাবমাঠে। শুক্রবার পাড়ায় পাড়ায় নাটক নিয়ে নান্দনিক এমন শ্লোগানে নাটক মঞ্চায়ন করতে গিয়ে উল্কা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি আগামী দিনে প্রতি বছরে ১টি করে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। উল্কা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বলা হয় সমাজের সুষ্ঠু এব তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাংস্কৃতিক চর্চা তারা অব্যাহত রাখবে।
মহান বিজয় দিবসকে সামনে রেখে শহরের উল্কা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের মাঠে খলিলুর রহমান চৌধুরী রচিত ও নির্দেশিত নাটক চিত্ত এদিনে মঞ্চায়ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজমল হক খান, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, উল্কা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি কেএম শহীদুল হক শহীদ, আনন্দকণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু তাপস কুমার নিয়োগী। শব্দকথন সাহিত্য আসরের সভাপতি এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী।

নান্দনিক নাট্যদলের এটি ৪২ তম প্রযোজনা। নাটকে অভিনয় করছেন বাবা চরিত্রে জহুরুল হক বাবলু, জাকির চরিত্রে সেলিম সুলতান, গোলাম চরিত্রে প্রশান্ত কুমার রায়, কুদ্দুস চরিত্রে রবিউল আলম, জরিনা চরিত্রে তানিয়া, মা চরিত্রে গাজী আশা, শিশু শিল্পী রাজ দ্বীপ হালদার, রিকসা চালক মাইমুল হক মিথুন, সঙ চরিত্রে সোলায়মান। আবারো এই নাটক বগুড়া শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় মঞ্চস্থ হবে। অনুষ্ঠানে সিদ্দিক হোসেনকে নাটকে এবং টিএম চাকলাদারকে যাত্রা শিল্পি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। নাটক দেখতে শীতের রাতেও এলাকাবাসি হুমড়ি খেয়ে পড়েছিল।