কমছে শীত, আসছে বৃষ্টি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ০৫:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

ঢাকাসহ সারাদেশ কাঁপছে শীতে। চার দিন ধরে সূর্যের দেখা নেই। শীতের কনকনে হাওয়ায় স্থবির জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববারের (২২ ডিসেম্বর) পর থেকে বাড়তে পারে তাপমাত্রা।

রাজধানীতে শীতের অনুভূতি এখন উত্তরাঞ্চলের মতোই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য ছিলো ছিল মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা রোববারও অব্যাহত থাকার আভাস রয়েছে।

সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মাসের শেষে তাপমাত্রা বাড়লেও বছর শুরু হবে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ দিয়ে।