ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিভারপুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ০৫:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

দোহায় ফিফা ক্লাব বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে ফ্লেমেঙ্গোকে হারিয়ে লিভারপুল (রবার্তো ফিরমিনোর গোলে) চ্যাম্পিয়ন হয়েছে (১-০)। লিভারপুল ইউরোপের চ্যাম্পিয়ন। ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।  

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ ব্যবধানেই জিতেছে লিভারপুল।

গোলটি করেছেন রবার্তো ফিরমিনো, তিনি একজন ব্রাজিলিয়ান। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে গোলশূন্য থাকে লিভারপুল ও ফ্লেমেঙ্গো। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়।

ফিরমিনো সাদিও মানের পাস থেকে বল পেয়ে গোল করেন, এটা অতিরিক্ত সময়ের ৯ম মিনিটে অর্থ্যাৎ ৯৯ মিনিটে।

উল্লেখ্য, সেমি ফাইনালে উত্তর আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন মন্টেররিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা। কাতারের দোহায় বুধবার (১৮ ডিসেম্বর) মন্টেররিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অল রেডরা। অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল হিলালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।