বগুড়ায় কবি সম্মেলনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

কবি সম্মেলনের ২য় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপি কবি সম্মেলনের ২য় দিনে শনিবার রাতে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বগুড়া লেখক চক্রের পুরস্কারপ্রাপ্ত কবি আমিনুল ইসলাম। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মাকিদ হায়দার। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গোলাম কিবরিয়া পিনু, কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। এসময় বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী উপস্থিত ছিলেন। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল। এবছর সম্মাননা প্রাপ্ত চারজন বিশিষ্ট ব্যক্তি হলেন কবিতায় মনিরুজ্জামান মিন্টু, গল্পে কবীর রানা, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘সপ্তক’ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান এবং সাংবাদিকতায় জি এম সজল। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সনদপত্র এবং ক্রেস্ট  তুলে দেন কবি সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। 
এর আগে ১ম পর্বের দিনের শুরুতেই ছোটকাগজ ‘দূর্বা’ সম্পাদক গাজী লতিফের সভাপতিত্বে এবং ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় ‘বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলন: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন চৌধুরী বাবুল বডুয়া, মাসুদুল হক, আনোয়ার কামাল এবং জয়নাল আবেদীন শিবু। শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন শিবগঞ্জ এম এইচ ডিগ্রী কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও বগুড়া ইয়ূথ কয়্যারে সভাপতি আতিকুর রহমান মিঠু এবং কবি, সাংবাদিক ইন্দ্রজিৎ সরকার। ’তরুণ কবিদের চোখে বাংলা কবিতার ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ত্ব করেন কবি নীহার লিখন এবং সঞ্চালনা করেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী। আলোচনায় অংশগ্রহণ করেন অচিন্ত্য চয়ন, নিলয় রফিক, চয়নিকা সাথী, হিরণ্য হারুন ও রণি বর্মন। ২য় পর্বে কথা ও কবিতায় সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র কলেজের অধ্যক্ষ কবি আলমগীর মালেক এবং সঞ্চালনা করেন কবি শাহানূর শাহিন। অংশগ্রহণ করেন কালিরঞ্জন বর্মণ, অনিন্দ্য জসিম, পান্না করিম এবং জয়নাল আবেদীন শিবু। এরপর কণ্ঠসাধন আবৃত্তি সংসদ বগুড়ায় জন্মগ্রহনকারী কবিদের নিয়ে কোরাস আবৃত্তি করেন। ৩য় দিনে বেহুলার বাসর ঘর এবং মহাস্থান গড়ে ভ্রমণ মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী কবি সম্মেলনের।