নওগাঁয় ৫৫ হাজার কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসন

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

নওগাঁয় গভীর রাতে ঘুরে-ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। শনিবার রাত সাড়ে ১১ টা থেকে তিন ঘন্টাব্যাপী শহরের হরিজন পল্লীসহ তুলনামুলকভাবে পিছিয়ে পড়া এলাকা এবং বাস টার্মিনালসহ উন্মুক্ত জায়গায় অবস্থানরত ছিন্নমুল মানুষের মধ্যে এসব কম্বল বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান জানিয়েছেন, চলতি শীত মওসুমে এ পর্যন্ত নওগাঁ জেলায় মোট ৫৫ হাজার ৭শ ৭টি কম্বল বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত সমুদয় কম্বল জেলার ১১টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৯৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৩টি পৌরসভার মেয়রদের মধ্যে স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভার শীতার্ত মানষের জন্য বিতরন করা হয়েছে।

সুত্রমতে জেলার ৯৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভর  প্রতিটিতে ৪৬০টি করে মোট ৫৩ হাজার ৫শ ২০টি, ১১টি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিটিতে ৬০০টি করে মোট ৬ হাজার ৬শটি কম্বল বিতরন করা হয়েছে। অবশিষ্ট ২ হাজার ১শ ৮৭টি কম্বল জেলা প্রশাসক বিতরন করেছেন।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা’র দেয়া তথ্য মতে উপজেলা ভিত্তিক কম্বল বিতরনের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৫ হাজার ৫শ ২০টি, পত্নীতলা উপজেলায় ১১টি ইউনিয়নে ৫ হাজার ৬০টি, মহাদেবপুর উপজেলায় ১০টি ইউনিয়নে ৪ হাজার ৬শ’টি, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে ৬ হাজার ৪শ ৪০টি, পোরশা উপজেলায় ৬টি ইউনিয়নে ২ হাজার ৭শ ৬০টি, সাপাহার উপজেলায় ৬টি ইউনিয়নে ২ হাজার ৭শ ৬০টি, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৬শ ৮০টি, বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৬শ ৮০টি, আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৬শ ৮০টি, রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৬শ ৮০টি এবং ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৬শ ৮০টি। অপরদিকে জেলার তিনটি পৌরসভার নওগাঁ পৌরসভায় ৪৬০টি, নজিপুর পৌরসভায় ৪৬০টি এবং ধামইরহাট পৌরসভায় ৪৬০টি কম্বল বিতরনের জন্য প্রদান করা হয়েছে।