ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না: মোদি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা মিথ্যা গুজব ছড়াচ্ছে। ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ নিয়ে বিরোধীদের একহাত নিলেন তিনি। 

রোববার দিল্লির রামলীলা ময়দানে মোদি বলেন, ‌কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা এবং কিছু আরবান নকশাল গুজব ছড়াচ্ছে, সমস্ত মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অন্তত আপনাদের শিক্ষার মূল্যায়ন করুন...একবার অন্তত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জীর নিয়ম পড়ুন। এটা মিথ্যা এবং দেশে বিভাজন তৈরি করে।  খবর এনডিটিভির।

এদিনের সভা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন তিনি।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ নিয়ে মোদি বলেন, মোদির কুশপুত্তলিকা পোড়ান, তবে সরকারি সম্পত্তি পোড়াবেন না।

দেশের যুব সমাজের প্রতি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, যেভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে, তা খুবই দুঃখজনক। 

গত ১১ ডিসেম্বর সংশোধিত আইনটি পাস হয়। তারপর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত। 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আন্দোলনকালে সহিংসতায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে অন্তত এক হাজার জনকে। 

বিভিন্ন রাজ্যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, জারি করা হয়েছে ১৪৪ ধারা।