ইঁদুর মারতে নিজের তৈরি ফাঁদে প্রাণ গেলো কৃষকের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাহেব আলী মোল্যা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী কাশিয়ানী উপজেলার পারুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত গফুর মোল্যার ছেলে।

জানা গেছে, সাহেব আলী মোল্যা তার বাড়ির অদূরে বোরো ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতে বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর যুগান্তর অনলাইন 

রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে। অবশেষে গভীর রাতে বীজতলায় তারের সঙ্গে জড়ানো সাহেব আলীর লাশ পড়ে থাকতে দেখে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।