বগুড়ার করতোয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪২ বার।

৬৪ জেলার নদ-নদী, খাল, জলাশয় এবং সরকারি জলাধারের তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে বগুড়ার করতোয়া নদীতেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকালে শহরের রাজাবাজার এলাকার ১৬ টি স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দেন জেলা পানি সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

জেলা প্রশাসক জানান, করতোয়া নদীর তীরে রাজাবাজারের ১৬ জন ব্যবসায়ী বছরখানেক আগে অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে তাদেরকে দুই দফায় স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। মাইকিং করা হয়েছিল। তারা কর্ণপাত না করায় সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।